Jump to content

উইকিপিডিয়া:হাসপাতাল

From Wikipedia

উইকিপিডিয়া হাসপাতালে স্বাগতম!

উইকিপিডিয়া হাসপাতাল উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক শুরু করা একটি প্রকল্প যার উদ্দেশ্য হলো উইকিপিডিয়ানদের বিভিন্ন প্রকার প্রশ্ন ও নির্দিষ্ট সমস্যা সম্পর্কে আলোচনা ও এর সম্ভাব্য সমাধান লাইভ চ্যাটের মাধ্যমে নিশ্চিত করা। বিভিন্ন সময় উইকিপিডিয়ানগণ উইকিপিডিয়া ব্যবহারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। উদাহরণস্বরুপ, কিভাবে হ্যাটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী যুক্ত করতে হয় বা কিভাবে টুইংকল ব্যবহার করতে হয় ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ লাইভ চ্যাটে উত্তর দেবেন। এই আলোচনাটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯.০০ ঘটিকায় থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত এক ঘন্টা করো আইআরসি (IRC) চ্যানেল Template:Irc-এ অনুষ্ঠিত হবে। প্রত্যেক আলোচনাতে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করা হবে। উইকিপিডিয়ানরা পূর্বে থেকেই কোন বিষয় সম্পর্কে আলোচনার অনুরোধ করতে পারেন অথবা পূর্বে ঠিক করা নির্দিষ্ট বিষয়ের আলোচনায় অংশ নিতে পারেন। এই প্রকল্পের অরও একটি উদ্দেশ্য হলো, নতুন ও পুরাতন উইকিপিডিয়ানদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করা।

অংশগ্রহণের জন্য নিচের হাসপাতালে প্রবেশ করুন-এ ক্লিক করুন ও একটি ডাকনাম (Nickname) নির্বাচন করে প্রবেশ করুন। আপনার যদি ফ্রিনোড আইআরসিতে (Freenode IRC) পূর্বেই একাউন্ট থেকে থাকে তাহলে আপনার নিবন্ধিত নিকনেইম ও পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারবেন। অনিবন্ধিতরা যেকোন একটি নিকনেইম লিখেই নিবন্ধন ছাড়াই প্রবেশ করতে পারবেন।
হাসপাতালে প্রবেশ করুন

এ সপ্তাহের বিষয়

(নতুন বিষয় যুক্ত করাতে অনুরোধ করুন: এখানে) Template:হাসপাতাল/এ সপ্তাহের বিষয়

এ সপ্তাহের পরামর্শক

Template:হাসপাতাল/ডাক্তারগণ